chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাড়ে চার বছরে সর্বনিম্ন মূল্যে জাপানি ইয়েন

ডেস্ক নিউজ: মার্কিন ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের মূল্য গত চার বছর আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। বুধবার টোকিওতে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্য ১১৪ ইয়েনের আশপাশে ঘোরাফেরা করছিল। এনএইচকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে দীর্ঘমেয়াদি সুদের হার বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা ইয়েন বিক্রি করে ডলার কিনে নিচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি শক্তিশালী হয়ে উঠেছে বলে মঙ্গলবার জানা যাওয়ার পর ডলার কিনে নেওয়ার হার বৃদ্ধি পায়।

ইয়েন দুর্বল হয়ে পড়ার কারণে বিদেশে জাপানি পণ্যের মূল্য কমে যাওয়ায় রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত জাপানি ব্যবসায়ীদের জন্য তা সুবিধা করে দেবে। তবে এর খারাপ দিকটি হলো আমদানি করে থাকা তেল এবং অন্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পাবে।

অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার ফলে ইয়েনের মূল্য আরও হ্রাস পেলে পেট্রলসহ অন্যান্য জ্বালানির মূল্য বর্তমানের তুলনায় আরও বেশি বৃদ্ধি পেতে পারে বলে উদ্বেগ দেখা দিচ্ছে।

এমআই/চখ