chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলী ইপিজেডস্থ শহীদ মিনার স্থানান্তরের বিষয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : নগরীর কর্ণফুলী ইপিজেড (স্টিল মিল) সংলগ্ন শহীদ মিনারটি অন্যত্র স্থানান্তরের বিষয়ে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় অওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কর্ণফুলী ইপিজেড কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) কর্ণফুলী ইপিজেডের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী ইপিজেডের জি.এম মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, পতেঙ্গা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, চান্দগাঁও থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. কুতুব উদ্দিন, স্থানীয় ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীনূর বেগম, ইপিজেড থানা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সহ-সভাপতি বীর মক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান পারভেজ, পেজা কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ তাঁর বক্তব্যে শহীদ মিনারটি অবিলম্বে স্থানান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। কর্ণফুলী ইপিজেডের জি.এম মো. এনামুল হক এ প্রস্তাব গ্রহণ করে শহীদ মিনার স্থানান্তরের ব্যাপারে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন।

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ বলেন, আমরা যে জায়গাটি শহীদ মিনারের জন্য দেখলাম তা চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে জানাব এবং তাঁর সিদ্ধান্ত মতে শহীদ মিনার স্থানান্তরের জায়গা নির্ধারণ করা হবে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর