chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরপুরে পতাকা উড়াতে আবেদন পিসিবির

খেলা ডেস্ক: মিরপুরে অনুশীলনের সময় নিজেদের পতাকা টানিয়ে অনুশীলনের জন্য বিসিবির কাছে আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও অনুশীলনের সময় বাবরদের পতাকা টাঙানো নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানায়নি।

পাকিস্তানের গণমাধ্যম ডেইলি জঙ্গের বরাতে জিও নিউজের খবরে বলা হয়েছে, অনুশীলনের সময় পতাকা টানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিতর্ক সৃষ্টি হওয়ার পর পিসিবি এই অনুমতি চেয়েছে খবরে উল্লেখ করা হলেও কবে অনুমতি চেয়েছে সেটা উল্লেখ করা হয়নি।

তবে পাকিস্তান টিমের পতাকা ওড়ানো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অসন্তুষ্টি প্রকাশ কিংবা কোনো প্রতিবাদ জানায়নি।

এ বিষয়ে পিসিবির একজন দায়িত্বশীল বলেন, দ্বিপাক্ষিক সিরিজের সময় উভয় দেশের পতাকা প্রদর্শন একটা সাধারণ বিষয়। সুতরাং কোচ চাইলে অনুশীলনের সময়ও পতাকা ওড়াতে পারে। এতে আপত্তি জানানোর মতো কিছু নেই। তারপরও এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে বিসিবির কাছে।

যদি পাকিস্তানকে পতাকা ওড়ানোর অনুমতি না দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে কী হবে, এ বিষয়ে পাক গণমাধ্যমের বলা হয়েছে, পিসিবি পতাকা ওড়ানোর সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে।

উল্লেখ্য, বাংলাদেশের সাথে ২টি টেস্ট, ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে।

এই বিভাগের আরও খবর