chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেকে আগুন লাগার খবরে আতঙ্ক!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আগুন লাগার গুঞ্জনে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ষষ্ট তলার ৩২ নম্বর ওয়ার্ডে আগুন লাগার খবর ছড়িয়ে পায় ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থল থেকে ফেরত আসতে হয় তাদের।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা চট্টলার খবর বলেন, এটি ভুল ইনফরমেশন ছিল। হাসপাতালের ষষ্ঠ তলায় স্টিলের কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ দেখে একজন ফোন করেছিল। বিষয়টি যাচাই-বাছাই শেষে ফায়ার সার্ভিসের গাড়ি ফেরত আসে। স্ফুলিঙ্গকে আগুন ভেবে অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন। তবে পরিস্থিতি তেমন কিছু না।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর