বিজয়ের দিনে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা চসিক’র
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশমাতৃকার টানে আবাল-বৃদ্ধ-বনিতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধ করে আমাদেরকে এনে দিয়েছিল লাল সবুজের পতাকা ও স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, তাদের দেশপ্রেম ও আত্মত্যাগ আমাদের এখনো উজ্জীবিত করে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে বিজয়ের আনন্দে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চসিকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। একইসাথে মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে।
আজ (বুধবার) নিজ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিটের সাথে আলাপকালে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহম্মদের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা আহ্বান করেন তিনি। এ সময় মেয়রকে মহানগর ইউনিটের সদস্যদের তালিকা জমা দেবেন বলে অবহিত করেন কমান্ডার মোজাফফর। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, চাঁন্দগাও থানা কমান্ডার কুতুব উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী।
এসএএস/এমকে/চখ