ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রেললাইন পার হওয়ার পথে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) বিকেল পাঁচটায় নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসর্তকতার কারণে রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। হাসপাতালের জরুরি বিভাগে আনার পর তিনি মারা যান।
আরকে/নচ