chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৃহস্পতিবার বিকাল ৪টায় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

চট্টলা ডেস্ক: আগামী ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার গণমাধ্যমে পাঠানো মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়, বৈঠক শেষে সার্বিক বিষয়ে গৃহীত সিদ্ধান্ত জানাতে সাংবাদিক সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এইচএসসি পরীক্ষা সফলতার শেষ করতে জাতীয় মনিটরিং কমিটি ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে বিকাল ৪টায় শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর