chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ২ একর খাস জায়গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে বেদখল হয়ে যাওয়া দুই একর সরকারি খাস জায়গা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে সীতাকুণ্ডের গুলিয়াখালী মৌজায় ১ দশমিক ৯৬ একর দখলকৃত সরকারি খাস জায়গা উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে সীতাকুণ্ড সদর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার ওয়াহীদুর রহমান ও সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুবসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

সেখানে সরকারি খাস জায়গা উদ্ধার করে সীমানা নির্ধারণ পূর্বক লাল পতাকা সম্বলিত পিলার স্থাপন করা হয়।

উল্লেখ্য, সীতাকুণ্ডের গুলিয়াখালী মোজার এই ভূমিসমূহ দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমি দস্যুদের দখলে ছিল। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।

এসএএস/এমআই