chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নারী উদ্যোক্তা সৃষ্টিতে মমতা’র ক্যাটারিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ৩ দিনব্যাপী মমতা’র ক্যাটারিং প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ই নভেম্বর) মমতা পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশীপ এন্ড উইম্যান ওয়ার্র্কাস লাইফ স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নগরীর হালিশহরের একটি মিউজিক এন্ড ক্যাফে সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক ব্রান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় পরিচালিত প্রকল্পটির প্রশিক্ষণে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। আধুনিক ও স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুততকরণ, দেশী বিদেশী বিভিন্ন রেসিপি, উন্নতমানের রেস্টুরেন্টের পেশাজীবীদের মতো রান্নার কলাকৌশলসহ কীভাবে ক্যাটারিং সার্ভিসের জ্ঞান লাভ করে প্রতিটি নারী সমাজে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সে সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নগরীর বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ লাভের জন্য মমতা ও লুলুলেমন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। ক্যাটারিং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র ও ক্যাটারিং সার্ভিস’র ম্যানুয়েল প্রদান করা হয়।

প্রশিক্ষণ সমাপনীতে অভিমত প্রকাশ করেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন, সিনিয়র ট্রেনিং অফিসার রুহুল মুহিত চৌধুরী ও প্রকল্পের সমন্বয়কারী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন লতিফা আকতার।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর