chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: নগরীতে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে বায়েজিদ থানাধীন মোহাম্মদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম পাখি আক্তার (২২)। তিনি ওই এলাকার মোহাম্মদ সালাউদ্দীনের স্ত্রী।

পাখি আক্তারের পিতা নুরুল হক বলেন, আমি ফেনী সদরে বসবাস করি। আড়াই বছর আগে আমার মেয়েকে নোয়াখালীর সোনাইমুড়ির মো. আব্দুল খালেকের ছেলে সালাউদ্দীনের সাথে বিয়ে দিই। গতকাল সন্ধ্যা ৭টায় মেয়ের বাসার পাশের ভাড়াটিয়া ফোন করে জানান আমার মেয়ে অসুস্থ। আমাকে দ্রুত চট্টগ্রামে আসতে হবে। আমি তাৎক্ষণিক চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হই। পথে আমার স্ত্রী ফোন করে জানায় মেয়ে পাখি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘মঙ্গলবার বিকেলে পাখি আক্তার নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর