chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মারা গেছেন অভিনেত্রী রচনার বাবা

ডেস্ক নিউজ: ৮৪ বছর বয়সে মারা গেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

রবিবার (১৪ নভেম্বর) রাত থেকেই শরীর খারাপ হতে শুরু করে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। এরপর সোমবার (১৫ নভেম্বর) বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গিয়েছে, সোমবারই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রচনার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তার বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েকে শিখেয়েছেন জীবন-দর্শন। শোবিজ দুনিয়ায় খুব অল্প বয়সেই ক্যারিয়ার শুরু করেছিলেন কলকাতার এই অভিনেত্রী।