২০ মামলায় পলাতক দম্পতি অবশেষে কারাগারে
নিজস্ব প্রতিবেদক
মো. রেজাউল করিম ও শাহীন আক্তার দম্পতি ২০টি মামলার গ্রেপ্তারি পরোয়না নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন দীর্ঘদিন। তবে এবার শেষ রক্ষা হয়নি আর। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রেজাউলের নামে সদরঘাট থানার পাঁচটি সিআর মামলায় সাজা দিয়েছে আদালত। পাশাপাশি একই থানার ১০টি সিআর ও একটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়না রয়েছে তার। অপরদিকে, তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধেও সদরঘাট থানার একটি সিআর মামলায় সাজা রয়েছে, আর তিনটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সদরঘাট থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, আটক দম্পতির বিরদ্ধে ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন ধওে গ্রেপ্তার এড়াতে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
এমকে/চখ