chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রসায়নে অনুপস্থিত ২২২ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০৪ টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত পরীক্ষা শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ হাজার ৫৪৬ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ২২২ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রাম সূত্রে জানা যায়, চট্টগ্রামের ১২২ কেন্দ্রে ২২ হাজার ৪৮৭ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৩২ জন, কক্সবাজারের ২৭ টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ১৮৪ জন শিক্ষার্থীর মধ্যে অংশ অনুপস্থিত ছিল ২৮ জন, রাঙ্গামাটির ২০টি পরীক্ষা কেন্দ্রের ১ হাজার ৫৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন, খাগড়াছড়ির ২২ টি কেন্দ্রের ১ হাজার ৭২১ জনের মধ্যে ২৬ জন, বান্দরবানের ১২ টি কেন্দ্রের ৬২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সারাদেশের ন্যায় চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ হাজার ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৬১ হাজার ১২২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। গত বছরের তুলনায় এবার বেড়েছে ১৭ হাজার ৩২ জন শিক্ষার্থী। সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্নে লক্ষ্যে টিম কাজ করে যাচ্ছে ১০ টি ভিজিল্যা্ন্স টিম।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর