ব্যারাকে না ফেরে, কুমিল্লায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনের মতো ডিউটি শেষ করে ভোরে ব্যারাকে ফেরার কথা ছিল কনস্ট্রেবল আজমীর হোসেনের (৩৫। তিনি কর্মরত ছিলেন বাকলিয়া থানার অধীন বলিরহাট পুলিশ ফাঁড়িতে। কিন্তু আজমীর ব্যারাকে না ফেরে উধাও হয়ে যান। বিকেলে খবর আসে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে পুলিশের এই সদস্য গ্রেফতার হয়েছেন। তার ঢাকায় যাওয়া মোটর সাইকেলেটি নম্বরবিহীন। গ্রেফতারের পর সাময়িকভাবে তাকে বরখাস্ত হয়েছেন।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের সময় তার কাছে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আজমিরের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কালিগাতী গ্রামে।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক চট্টলার খবরকে বলেন, আজমির মাদক নিয়ে গ্রেফতারের বিষয়টি আমরা জানতে পেরেছি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার গ্রেফতার এবং ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরকে/নচ