পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক নিউজ: চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় পিক আপ ভ্যানের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।
সোমবার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় এই ঘটনা ঘটে।
নিহত দুইজন বিমল দাশ ও নয়ন দাশ চন্দনাইশের দোহজারী এলকার বাসিন্দা।
পটিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা কক্সবাজার মুখী ওই পিকআপটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় পেয়েছি। এসময় চালক ও সহকারী গাড়িতে নিহত অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে ভারী কোনো যানবাহনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে পিক আপ ভ্যানটি।’
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নচ/চখ