অবশেষে আল-জাজিরা সাংবাদিক কব্বাশিকে মুক্তি দিলো সুদান
আন্তর্জাতিক ডেস্ক: গ্রেপ্তারের দুদিন পর মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে আল-জাজিরার খার্তুমের ব্যুরো প্রধান এল মুলাসমি এল কব্বাশিকে। রবিবার মধ্যরাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
কাব্বাশিকে আটকের বিষয়ে কিছু জানানো না হলেও গেলো মাসে সামরিক ক্ষমতা দখলের বিরুদ্ধে সুদান জুড়ে গণবিক্ষোভে আটক কয়েকশ মানুষের মধ্যে এই সাংবাদিকও ছিলেন।
২০১৯ সালে, নিরাপত্তা বাহিনী খার্তুমে নেটওয়ার্কের অফিস বন্ধ করে এবং দেশে নেটওয়ার্কের সংবাদদাতাদের কাজের অনুমতি প্রত্যাহার করে। দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে রবিবারও আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
২৫ অক্টোবর সুদানে শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। সহিংসতায় প্রাণ যায় অনেক মানুষের। আহত হয় অনেক মানুষ।
চখ/এমআই