chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইরানের প্রভাব কমাতে ইসরাইলের সঙ্গে যৌথ নৌ মহড়ায় আমিরাত-বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এবারই প্রথম যেখানে যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর সমন্বয়ে পরিচালিত ইসরায়েলি রণতরীর সঙ্গে উপসাগরীয় কোনো দেশের নৌবাহিনীর যৌথ মহড়া চালানোর ঘটনা ঘটছে।

২০১০ এর আগে ইসরাইল-আরব আমিরাতের ভিতর শীতল সম্পর্ক থাকলেও ,ইরানের পরমাণু চুক্তি ও আঞ্চলিক প্রভাব কমাতে সম্প্রতি বেশি কিছু অনানুষ্ঠানিক কার্যক্রম লক্ষ্য করা গেছে। যার ফলস্বরূপ গত বছর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহম অ্যাকর্ড নামে একটি স্বাক্ষর করে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লোহিত সাগরে পাঁচ দিনের নৌ-মহড়ায় অংশ নিয়েছে আমিরাত, বাহরাইন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রণতরী।

মার্কিন নৌ-বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে যৌথভাবে কাজ করতে অংশ গ্রহণকারী দেশগুলোর নৌ-বাহিনীর দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণের উদ্দেশ্য।

চখ/এমআই