chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: নগরীতে শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে তিনটি কেন্দ্রে শুরু হয়েছে এ কার্যক্রম। প্রায় ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথমেই করোনা টিকার আওতায় আনা হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল থেকে নগরীর চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম গ্রামার স্কুল, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল এবং একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের ৮টি বুথে দেওয়া হচ্ছে করোনা টিকা। টিকা নেওয়ার পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। দেরিতে হলেও টিকা নিতে পেরে খুশি তারা।

প্রথমদিন চট্টগ্রাম কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ ইলাহী গণমাধ্যমকে বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষাদের প্রথম ধাপে টিকার আওতায় আনা হচ্ছে। প্রথম দিন তিনটি কেন্দ্রে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

ধীরে ধীরে কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও টিকার পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর