chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবেন না উইলিয়ামসন

খেলা ডেস্ক: আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। এরই মধ্যে ভারতে পৌঁছে গেছে কিউইরা। তবে এ সিরিজটি খেলবেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।

টানা খেলার ধকল থেকে শরীর ও মনকে সতেজ করে তুলতে আগেই এ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ভারতের সদ্য বিদায়ী অধিনায়ক বিরাট কোহলি। এবার সরে দাঁড়ালেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসনও। ফলে দুই নতুন অধিনায়কের অধীনে হবে সিরিজটি।

টি-টোয়েন্টি সিরিজ না খেললেও ভারত সফরের টেস্ট সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন উইলিয়ামসন। মূলত টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করতেই টি-টোয়েন্টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন ডানহাতি পেসার টিম সাউদি।

সোমবার সন্ধ্যায়ই দলের সঙ্গে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু শহর জয়পুরে পৌঁছেছেন উইলিয়ামসন। তবে তিনি খেলবেন না, থাকবেন বিশ্রামে। আগামী ১৭, ১৯ ও ২১ নভেম্বর হবে তিন টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৫ তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

এমআই/চখ