পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি
নিজস্ব প্রতিবেদক:শ্রম ও পাটমন্ত্রীর বক্তৃতা প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় পাটকল চালুসহ চার দফা দাবিতে সমাবেশ করেছে শ্রমিক ছাত্র জনতা ঐক্য জনতা।
সোমবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় আমিন জুট মিলে চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
এসময় শ্রমিকদের থানায় নিয়ে পুলিশ কর্মসূচি বাধা দেয় বলে অভিযোগ করেছে সংগঠনের নেতারা।
বক্তারা দাবি করেন, পাটকল বন্ধের দেড় বছর পার হতে চললেও শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমপ্রতিমন্ত্রী বেগম মুন্নিজাহান সুফিয়া ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সকল শ্রমিকের পাওনা নাকি পরিশোধ নিয়ে বক্তৃতাবাজি করছেন। অবিলম্বে সকল মিথ্যাচার পরিহার করে যত দ্রুত সম্ভব টাকা পরিশোধ করার আহ্বান জানান নেতারা।
বক্তারা আরও বলেন, শ্রমিক আন্দোলনকে বিপথগামী ও বিভক্ত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। কিন্তু শ্রমিকের ঐক্যের শক্তিকে আমরা নষ্ট হতে দেব না। ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাধ্যমে পাটকল চালুসহ সকল দাবি পূরণে শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে ছাত্র শ্রমিক জনতা ঐক্যের আহ্বায়ক আমীর আব্বাস, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সদস্য সত্যজিৎ বিশ্বাস, বদলী শ্রমিক নেতা মোহম্মদ হানিফ, নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।
আরকে/নচ