chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মমতা’র গয়াল প্রকল্পের প্রদর্শনী খামার উদ্বোধন

ডেস্ক নিউজ: বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত বিলুপ্তপ্রায় বন্যগরু বা গয়াল পালন প্রকল্পের প্রদর্শনী খামার বান্দরবানের সুয়ালক এলাকায় উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার (১৩ নভেম্বর) পিকেএসএফ’র সহায়তায় পরিচালিত উক্ত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ।

এসময় উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মনসুর মাসুদ, সদস্য নাসিমা আকতার রুমী, সদস্য মনিকা বিশ্বাস, উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, মমতার পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ।

বন্যগরু বা গয়াল গৃহপালিত পশু হিসেবে লালন পালন জনপ্রিয় হয়ে উঠছে। গয়াল এর মাংস গরু মহিষের মাংসের তুলনায় অপেক্ষাকৃত সুস্বাদু ও পুষ্টিগুণ বেশি হওয়ায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বন্যগরু বা গয়ালকে বিলুপ্তির হাত থেকে রক্ষাকল্পে এবং এটিকে গৃহপালিত পশু হিসেবে পালন করার জন্য প্রান্তিক জনসাধাণের মাঝে সচেতনতা সৃষ্টি ও এটি লালন পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে উদ্ধুদ্ধকরণে কাজ করছে মমতা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর