chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্টিকার ছাড়া রিফিল না করার আহ্বান পুলিশের

চট্টলা ডেস্ক: বাড়তি ভাড়া রোধে গ্যাসে চালিত পরিবহনে সবুজ স্টিকার ছাড়া রিফিল না করার সিএনজি স্টেশনের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছে সিএমপি

রোববার (১৪ নভেম্বর) সিএমপির সদস্যরা দ্বিতীয় দিনের মতো গ্যাস চালিত গাড়িতে সবুজ স্টিকার লাগিয়ে দেন। একই সঙ্গে বাড়তি ভাড়া রোধে ফিলিং স্টেশনের কর্মকর্তাদের সিএনজি রিফিল না করার অনুরোধ জানান।

সরকারিভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বেড়ে যায় গণপরিবহনের ভাড়া। ডিজেলের সুযোগে কাজে লাগিয়ে গ্যাস চালিত পরিবহনে যাত্রীদের পকেট কাটছিল। এ নিয়ে পরিবহন শ্রমিক ও চালকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা শুরু হয়। ভাড়া নৈরাজ্য কমিয়ে আনতে পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ডিজেল চালিত পরিবহনে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়। এরপরও গ্যাস চালিত পরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে যাত্রীদের সুবিধার্থে ডিজেলে লাল ও গ্যাস চালিত পরিবহনে সবুজ স্টিকার লাগিয়ে দেয় সিএমপি।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর