chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টলার খবরে সংবাদ প্রকাশের পর সেই ফুটপাত দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক : যত্রতত্র দোকানের মালামাল, আরেক পাশে অবৈধ সিঁড়ির স্ট্যান্ডে সংকুচিত হয়ে এসেছিল ফুটপাত। বাধ্য হয়ে সড়ক ধরে হাঁটবে, সেই উপায়ও নেই। মোটরসাইকলের পার্কিংয়ে চলে গেছে সড়কের একাংশ। ফলে নগরের কদমতলী মোড় দিয়ে চলাচলকারী পথচারীদের দুর্ভোগের যেনো অন্ত ছিল না।

গত ১০ অক্টোবর চট্টলার খবরে ‘ফুটপাত তুমি কার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে সেই ছবিটি ভাইরাল হয়। বিষয়টি চট্টগ্রাম নজরে আসে সিটি করপোরেশনের।

গত শনিবার (১৩ নভেম্বর) করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ফুটপাত দখল মুক্ত করা হয়।

এসএএস/আরকে/চখ

এই বিভাগের আরও খবর