সিসিইউতে খালেদা জিয়া
ডেস্ক নিউজ: করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চলছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়াকে এভার কেয়ারে ভর্তি করা হয়।
রবিবার (১৪ নভেম্বর) বিকালে চিকিৎসকদের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ১২ অক্টোবর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ২৫ অক্টোবর তার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর করা হয় বায়োপসি।
টানা প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর বিকেলে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০১৮ সালে কারাগারে যান। মহামারির প্রেক্ষাপটে গত বছর শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার।
নচ/চখ।