chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলী থেকে বালু উত্তোলন-দূষণ বন্ধের আহ্বান সুজনের

নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন, দখল ও মৎস্য সম্পদ ধ্বংসের বন্ধের আহ্বান জানিয়েছেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
শনিবার (১৩ নভেম্বর) সকালে কর্ণফুলী মৎস্য সম্পদ রক্ষা কমিটির নেতৃবৃন্দ সুজনের সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে সুজন বলেন, অপরিকল্পিতভাবে কর্ণফুলী থেকে নিয়মিত বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। নদীর দুইপাশে ভাঙনের কারণে বিলীন হতে যাচ্ছে। বন্দরের পুরাতন জেটিগুলো প্রায় ভরাটের পথে। নদীর দু’পাড়ে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা, প্রায় পাঁচ শতাধিক শিল্প, কল-কারখানা, অসংখ্য জাহাজ নৌযানের বিষাক্ত বর্জ্যে। যে কারণে কালুরঘাট এবং শাহ আমানত সেতু যে কোনো সময় হুমকির মুখে পড়তে পারে। পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে বন্দরের নাব্যতা বৃদ্ধি করতে হবে।
নদীর স্বাভাবিক গতিধারা বজায় রাখতে সচেতন মহলকে এগিয়ে আসার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় কর্ণফুলী মৎস্য সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক আলী রিয়াজ খান রক্সি, মিঠুন চৌধুরী, জসীম উদ্দিন, মো. আজম, রকি খান, মো. বাসেক, মো. ফখরুদ্দিন, মো. মনির, ইসতিয়াক হোসেন, মো. শাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে/অমা

এই বিভাগের আরও খবর