chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম আহমেদ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নগরের চকবাজার থানার খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেলিম পেশায় একজন বিদ্যুৎমিস্ত্রী বলে জানিয়েছেন পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক তার মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে দুপুরের দিকে সেলিমকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগে ভর্তির পর সেখানে তিনি মারা যান।
আরকে/অমা

এই বিভাগের আরও খবর