chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: প্রায় দশ মাস সাংগঠনিক স্থগিতের পর চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ৫৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে মেহেরুন নেছা নার্গিসকে সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নুরী মাহফুজা ইউসুফকে। এছাড়া কমিটিতে ৬ জন করে সহসভাপতি, যুগ্মসাধারণ সম্পাদক, ৩ জন সহ সাংগঠনিক সম্পাদক ছাড়াও ২১ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিলো। এমনকি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত আদেশ বলবৎ থাকার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় কমিটি। এমন নির্দেশনার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আসলো।

আরকে/অমা

এই বিভাগের আরও খবর