chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ:তুন করে বিতর্কে জড়ালেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতীয় সংবাদ সংস্থা (এএনআই) থেকে প্রাপ্ত তথ্যমতে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারত জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার। রেহনুমা ভাটি নামের এক মহিলা মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গত ২৪ই সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের করেন৷

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাইয়ের সান্টা ক্রুজ পুলিশ স্টেশনে তিনজনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনেন রিয়াজের স্ত্রী রেহনুমা ভাটি নিজেই। অভিযোগ আমলে নিলেও এখনো অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি মুম্বাই পুলিশ।

স্বামী রিয়াজের বিরুদ্ধে অভিযোগ এনে রেহনুমার দাবি, ২০১১-১২ সালে এক ব্যক্তি, ২০১৪-১৫ সালে এক ক্রিকেটার এবং পরে আরেকজন ক্রীড়াব্যক্তিত্ব ও তার বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন তার স্বামী।

এদিকে সান্টা ক্রুজ পুলিশ স্টেশন জানিয়েছে, এখন পর্যন্ত রেহনুমা ভাটির অভিযোগের প্রমাণ খুঁজে পাইনি আমরা। তবে তদন্ত চলছে। প্রমাণ পেলেই ক্রিকেটার হার্দিকসহ বাকিদের বিষয়ে মামলা করা হবে।’

তবে রেহনুমার দাবি, পুলিশ তাকে সহযোগিতা না করে এড়িয়ে যাচ্ছে। এফআইআর দায়েরের জন্য টাকা চাইছে তারা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর