chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রসেনজিতের সাথে জুটি বাঁধছে মিথিলা

ডেস্ক নিউজ:টলিউড জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার জুুটি বেঁধে অভিনয় করছেন এপার বাংলার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে। ‘আয় খুকু আয়’ সিনেমায় দেখা যাবে তাদের। ছবিটির শুটিং ১৫ নভেম্বর থেকে শুরু হবে।

আনন্দবাজার সূত্রে আরও জানা যায়, অভিনেতা জিৎ এই ছবির প্রযোজক। পরিচালনায় করবেন শুভেন্দু কুণ্ডুর। তাদের টিমে থাকবেন এক ঝাঁক অভিনয়শিল্পী। তালিকায় আছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।

এই ছবিতে আবার হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের একদা বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। ধারণা করা হচ্ছে গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর