চট্টগ্রাম রহমানিয়া স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রহমানিয়া স্কুল এন্ড কলেজে ২০২১ সেশনের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম মিয়া।
অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান যায়েদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য এরফান উদ্দিন, আরাফাতুল ইসলাম, আব্দুল আজিজ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এইচ এম মুফিজুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শুধু শিক্ষা অর্জন করলে হবে না, শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও তথ্য প্রযুক্তিকেও সঠিক ব্যবহারে গুরুত্ব দিতে হবে, সবটার সমন্নয়ে একটি আধুনিক শিক্ষায় প্রতিষ্ঠিত হতে পারে। তাই তোমাদেরকেও দেশ ও জাতি গডার কারিগর হতে হলে সব শিক্ষাকে সমন্নয় করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন বেলাওয়ার খান জামে মসজিদে পেশ ইমাম হাফেজ নুরুল উল্লাহ মাদানী।
এসএএস/নচ