chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবৈধ ব্যাটারী অটোরিকশা বন্ধের আহ্বান: শ্রমিক ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক: নগরে ব্যাটারী চালিত অবৈধ অটোরিকশা বন্ধের আহ্বান জানিয়েছে অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের নেতারা। অন্যতায় কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনের নেতারা।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় নগরের সিগনেল মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা এই দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও আদালতের নির্দেশনার পরও নগরে অবৈধ ব্যাটারী চলাচলের কারণে নানান দুর্ঘটনা ঘটছে। অলি-গলিতে শিশু থেকে মহিলা চলাচলে বেগ পেতে হয়। পুলিশ পস মেশিনে ডাবল জরিমানা সিস্টেম বাতিল করে জরিমানা সহনীয় পর্যায়ে রাখতে হবে। গ্যারেজ মালিকদের দারোয়ানের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অবৈধ মোটর সাইকেল বন্ধ করতে পাঠাও এর চালকদের সিলিং, পোশাক নির্ধারণ করে দিতে হবে।

সংগঠনের চান্দগাঁও থানা সভাপতি মো. সোলায়মানের সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন হাসান মোল্লা, মোহাম্মদ আলম, মো. রুবেল, আবুল হোসেন, মোহাম্মদ আজাদ, মো. বাবুল, নিজাম উদ্দিন, শাহজাহান, ঝন্টু, আবদুল কাদের, সাহাব উদ্দিন, আলাউদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।

নচ/অমা