chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ফরিদুল আলম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের শুকলাল হাট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত ফরিদুল উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার সেরাজুল হকের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীতাকুণ্ড উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য জহিরুল ইসলামের জন্য মালা আনতে মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

শুক্রবার রাত পৌনে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আমির ফারুক।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর