chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক: পটিয়ায় সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাজল (৫০), ফারুক (২৪), মোজাফ্ফর (৫৫) ও মাসুম (২৬)।

ক্রসিং হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আলী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী নোহাগাড়ির সাথে একটি সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাঈমা উদ্দীন বলেন, আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ফারুক ও কাজলের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর