বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু
ডেস্ক নিউজ: লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোড়ল ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর ছেলে মোসলেম উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল ইসলাম। তিনি জানান, গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ওপারে গরু আনতে যান আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনসহ তার সঙ্গীরা। ফেরার পথে বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুবক নিহত হন।
ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের লাশ নিয়ে গেছে বলে জানান মাহামুদুল ইসলাম।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এমআই/চখ