chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়ির লেলাং ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মোহাম্মদ শফি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ৮ নম্বর ওয়ার্ডে দুই ইউপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন চট্টলার খবরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কয়েক জায়গায় মারামারির খবরের পর পুলিশ অ্যাকশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে একই উপজেলার পাইন্দং ইউনিয়নেও দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় তিন জন আহত হয়।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর