ভাজ করা স্মার্টফোন আনার ঘোষণা গুগলের
প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যপী জনপ্রিয় প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুগল। সম্প্রতি ফোল্ডিং বা ভাজ করা স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সব ঠিক থাকলে আগামী বছরের যে কোনো সময় বাজারে আসতে পারে ফোনটি।
স্যামসাং, হুয়াওয়ের পর নিজেদের তৈরি ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনছে গুগল। ফোনের কোড নেম রাখা হয়েছে ‘পিপিট’। ৭.৬ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে গুগলের ভাজ করা স্মার্টফোনটি। গুগলের পিক্সেল ৫ মডেলের স্মার্টফোনের মতোই এ ফোনেও থাকবে ১২.২ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে ভাজ করা ফোনটিতে পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো মডেলে ব্যবহৃত উচ্চ প্রযুক্তির ক্যামেরা সুবিধা থাকছে না।
ধারণা করা হচ্ছে, নতুন এ স্মার্টফোনে থাকতে পারে ডুয়েল সেলফি ক্যামেরা। যার মধ্যে একটি এক্সটার্নাল পর্দায় থাকবে, যা ফোনটি ভাজ করা অবস্থায় থাকলেও কাজ করবে। পাশাপাশি অন্যটি কাজ করবে ফোন আনফোল্ডেড অবস্থায়। এর আগে ধারণা করা হয়েছিল, গুগল পিক্সেল ৬ স্মার্টফোনের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো ভাজ করা ফোন বাজারে ছাড়ার তারিখ জানাবে। তবে সে সময়ে এমন কিছু জানানো হয়নি।
এমআই/চখ