chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৩৯ ইউপিতে চলছে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ড, মীরসরাই ও ফটিকছড়ি উপজেলার ৩৯ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট চলছে।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকেই ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে ভোট শুরুর আগে কয়েকটি কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি জোড় আমতল এলাকায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন মেম্বার প্রার্থীর সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, জোড় আমতল এলাকায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক আছে।
এইদিকে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গেছে ভোট কেন্দ্রগুলোতে। পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের লম্বা লাইন ছিল ভোট কেন্দ্রগুলোতে।

মিরসরাই ২ নং হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আজমল উদ্দিন। তিনি বলেন, সকালেই কেন্দ্রে এসে ভোট দিয়েছি। কোনো রকম ঝামেলা হয়নি ভোট দিতে। এমনকি ভোট দিতে আসার পথে কেউ বাধাও দেয়নি।
সীতাকুণ্ডে হযরত কালুশাহ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার আয়েশা সিদ্দিকা বলেন, বাড়িতে কাজ আছে। সকাল সকাল ভোট দিতে চলে এসেছি। কিন্তু এসেই দেখি লম্বা লাইন। প্রায় ৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে আমার ভোট দিতে পেরেছি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামে যে ৩৯ ইউনিয়নে ভোট হচ্ছে তার মধ্যে ২১ ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া আদালতের আদেশে ফটিকছড়ি উপজেলার লেলাং ও ভক্তপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে ২১ ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও এসব ইউনিয়নে মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া ১৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী, ১২৫৬ জন সাধারণ ওয়ার্ডের মেম্বর প্রার্থী এবং ২৯১ জন সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, চট্টগ্রামের তিনটি উপজেলার ৩৯টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট চলছে। কোথাও বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু করতে বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

তিন উপজেলার ৩৯ ইউনিয়নে নির্বাচনী মাঠে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকেই মাঠে রয়েছেন।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর