chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ২৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৯৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে শনাক্ত দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৫ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, বাকি ৩ জন উপজেলার বাসিন্দা।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর