হাটহাজারীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, দগ্ধ ৫
নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে একটি বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে এক শিশু। এ ছাড়া দগ্ধ হয়েছেন আরও ৫ জন।
বুধবার (১০ নভেম্বর) ভোর রাতের দিকে পৌর সদরের রঙ্গিপাড়া এক নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত শিশুর নাম মো. রাকিব। এক বৃদ্ধাসহ দগ্ধ আরও পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর রাতের দিকে ওই ঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ছয়টি ঘর পুড়ে যায়। দগ্ধ শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
’বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ চার লাখ টাকার মত।’
এমআই/চখ