chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাটিয়ারিতে তেলের ডিপোতে আগুন

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডের ভাটিয়ারিতে একটি পুরাতন তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে অক্সিজেন সড়কের পশ্চিম পাশের একটি তেলের ডিপোতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ২টি গাড়ির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসেরকর্মীরা।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ চট্টলার খবরকে বলেন, সকাল ১০টার দিকে খবর পাই সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অক্সিজেন সড়কের পশ্চিম পাশের একটি তেলের ডিপোতে আগুন লাগে। দ্রুত কুমিরা স্টেশেনের ২টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বর্তমানে আগুন নির্বাপণে কাজ করা হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানানো হবে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর