হালিশহরে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক: নগরীর হালিশহরের একটি বাজারে লাগা আগুনে ৪৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৮ টা ৫৫ মিনিটের দিকে হালিশহরের গোডাউন বাজার এলাকার কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পরে বেলা পৌনে ১১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, হালিশহর গোডাউন বাজারে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। গোডাউন বাজারে প্রায় ১৫০টি কাঁচা ঘর ছিল। এর মধ্যে আগুনে ৪৬টি ঘর পুড়ে গেছে। কাঁচাঘরের উপরে টিনের চালা থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঁচাবাজার, মুদি দোকান ও কাপড়ের দোকান ছিল।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ বের করা হবে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও পরে জানানো হবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাইফুল নামের এক দোকানি বলেন, আমার কাঁচামালের দোকান ছিল। আগুনে দোকানের সব পুড়ে গেছে।
এসএএস/এমআই