টেক্সটাইল ইনস্টিটিউটে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১
নিজস্ব প্রতিবেদক : নগরীর আমিন কলোনি এলাকায় টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রাবাসে সপ্তম বর্ষের ছাত্রদের সাথে পঞ্চম বর্ষের ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন আহত হয়েছেন।
সোমবার ( ৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান।
আহতরা হলেন- ফজলে রাব্বী (১৭), রাশেদুল ইসলাম (১৮), ফয়েজ উদ্দিন (১৭), মোহাম্মদ উল্লাহ, আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮),পারভেজ হোসেন (১৯), মাইদুল ইসলাম (১৮), বাপ্পা রাজ তালুকদার (১৮) ও জিয়াউর রহমান (১৮)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ফারুক আহমেদ এবং মাইদুল হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন তিনি।
ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আধিপত্য বিস্তার এবং কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসএএস/এমআই