সাতকানিয়ায় গুলিবিদ্ধ সেই যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া উপজেলায় পেটে গুলিবিদ্ধ হওয়া সেই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ তালুকদার নামে ওই যুবক মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়ি থেকে গত ৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় পঙ্কজকে উদ্ধার করা হয়। তার বাড়ি একই উপজেলার নলুয়া ইউনিয়নে।
পূজায় পরিবার নিয়ে মামার বাসায় বেড়াতে গিয়েছিলেন পঙ্কজ। সেখানে পূজার অনুষ্ঠান চলার সময় পেটে গুলিবিদ্ধ হন তিনি।
এসএএস/এমআই