চট্টগ্রামে আরও ৬ জনের করোনা পজিটিভ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। তবে এসময় করোনা আক্রান্ত হয়েছেন ছয়জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ২৭৫ জন।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৪৪ শতাংশ। শনাক্তদের মধ্যে পাঁচজন নগরীর এবং একজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়।
এসএএস/এমআই