হালিশহরে গোডাউন বাজারে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ১০টি গাড়ি আগুন নির্বাপণে কাজ করছে। অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ চট্টলার খবরকে বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ১০টি গাড়ির সাহায্যে কর্মীরা আগুন নেভানোর কাজ করছে।
তিনি জানান, আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এসএএস/এমআই