chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ-হামলা

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে হারুয়ালছড়ি ইউনিয়নের নৌকা প্রার্থী জুলফিকার আলীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (৮ নভেম্বর) রাতের আঁধারে হারুয়ালছড়ি সাত নম্বর ওয়ার্ডের সুজানগর বাগানে দুর্বৃত্তরা এ হামলা চালায়। তবে এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল হোসেন চৌধুরীকে অভিযোগ করছেন জুলফিকার আলী।

আ.লীগের মনোনীত প্রার্থী জুলফিকার আলী বলেন, আমার কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখানোর জন্য অফিসে আগুন দিয়েছে। প্রতিপক্ষ প্রার্থী প্ররোচনায় এ অগ্নিসংযোগ করা হয়েছে। আমি এর বিচার এলাকার জনসাধারণকে দিলাম।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য ইকবাল হোসেন চৌধুরীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর ঘটনাস্থলে পরির্দশন করেছেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহাব উদ্দিন । তিনি বলেন, ভাঙচুরের ঘটনার পর নির্বাচনী অফিস দেখেছি। সুষ্ঠু তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর