‘ সৃজনশীল মানুষ তৈরীর শিক্ষা ব্যবস্থা চাই’
ডেস্ক নিউজ: উপনিবেশিক আমলের শিক্ষা ব্যবস্থায় কেরানী হওয়া যায় এবং শ্রেণী সৃষ্টি হয়। তাই প্রচলিত শিক্ষা ব্যবস্থা নয় সৃজনশীল মানুষ তৈরীর শিক্ষা ব্যবস্থা চাই, যাতে উৎপাদনমুখী ও সৃজনশীল বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণ হতে পারে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
সোমবার সকালে ইনষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে দেশে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। মোট জনসংখ্যার ৬ কোটি যুব সমাজ। এই বৃহৎ কর্মক্ষম যুব সমাজকে সুষম শিক্ষায় শিক্ষিত করতে না পারলে এরা দেশের জন্য বোঝা হয়ে যাবে এবং বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাবে, ফলে দেশের উন্নয়ন গতি হারাবে।
তিনি উল্লেখ করেন, দক্ষতা বাদ দিয়ে প্রযুক্তির বিকাশ হয় না। তাই প্রযুক্তি ও দক্ষতা সাধন হলে দেশ সমৃদ্ধশালী হবে এবং অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে।
তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, ৪র্থ শিল্প-বিপ্লব শ্রমবাজার ভবিষ্যতের কাজ কর্মের ধরণ, আয়ের অসমতা ও ভূ-রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক ও নৈতিক মূল্যবোধের কাঠামোকে ভীষণভাবে প্রভাবিত করছে। দেশের উন্নয়নে আপনাদের অসামান্য ভূমিকা রয়েছে। আপনাদের মধ্যে এমন প্রবীণ প্রকৌশলী আছেন যাদের জ্ঞান ও অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। আপনাদের পরামর্শ নিয়ে নগরীতে জলাবদ্ধতা, নালা-নদর্মা সহ যেসব সমস্যাগুলো আছে তা সমাধান করতে আমি আগ্রহী। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
আইডিইবি’র চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন, পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবির, চট্টগ্রাম পলিটেকনিক কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।