নগরে ছুরিকাঘাতে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে মো. হানিফ (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরেক যুবক।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে নগরের খুলশী থানার আমবাগান তরুণ সংঘ মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের হানিফের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছে মো. আলাউদ্দীন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। সম্পর্কে হানিফ ও আলাউদ্দীন আপন ভাই।
নিহত হানিফের বোন চট্টলার খবরকে বলেন, গত তিন চার দিন আগে ভাড়া নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে হানিফের বাববিতণ্ডা হয়। আজ বিকেলে হানিফ মাঠে খেলতে যায়। সেখানেও রিকশা ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর কয়েক যুবক তাকে মারধর শুরু করে। মারধরের সময় তাকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান চট্টলার খবরকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানতে পেরেছি। আরেক জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আছি পরে বিস্থারিত জানাতে পারব।
আরকে/নচ