chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের মামলায় হাটহাজারীতে মোহাম্মদ খালেক (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার (৭ নভেম্বর) রাতে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক খালেক পৌরসভার আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড় এলাকার শাহ আলমের পুত্র। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আকরাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, সরকারহাট এলাকার পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় খালেক নামের এক আসামিকে আটক করা হয়েছে। তার বরিুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ পাওয়ার ঘটনায় সারাদেশের ন্যায় চট্টগ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময়
হাটহাজারীর সরকারহাট এলাকার পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর