ভাড়া বৃদ্ধির ফায়দা লুটছে সিএনজি চালিত গণপরিবহন
নিজস্ব প্রতিবেদক : ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের তিন দিনের ভোগান্তির পর বাড়তি ভাড়ায় চালু হয়েছে গণপরিবহনগুলো। সোমবার সকাল থেকেই বাসের যাত্রী-কন্ডাক্টরদের মধ্যে বাকবিতণ্ডা চলতে দেখা যায়। নগরে ডিজেল চালিত গণপরিবহনের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ টাকা যা তিনদিন আগেও ছিল ৫ টাকা। এদিকে ভাড়া বৃদ্ধির ফায়দা লুটছে সিএনজি চালিত গণপরিবহনগুলোও।
রবিবার বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং বাস মালিকদের সভায় বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আসে। তারপর রাতে নতুন ভাড়ার হার জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা হয় প্রজ্ঞাপন। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামেও ডিজেল চালিত গণপরিহনগুলোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।
সোমবার সকালে কাপ্তাই রাস্তার মাথা থেকে কাঠগড়গামী ১০ নম্বর বাসে নূন্যতম ভাড়া ৮ টাকা আদায় করতে দেখা যায়। তবে কিছু কিছু বাসে ১০ টাকা ভাড়াও আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সিএনজি চালিত গাড়িগুলো বাড়তি ভাড়া আদায় করছে, এমন অভিযোগও করেন কিছু কিছু যাত্রী।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল চট্টলার খবরকে বলেন, গতকাল সরকার যে হারে ভাড়া বাড়িয়েছে আমরা চট্টগ্রামে সে হারে বাড়তি ভাড়া নিয়ে গণপরিহন চলাচলের জন্য পরিবহন মালিক-শ্রমিকদের বলে দিয়েছি। তবে কোন অবস্থাতেই যেনো সিএনজি চালিত গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় না করে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, নগরে ডিজেল চালিত গণপরিবহনগুলোতে ৫ টাকার পরিবর্তে ন্যূনতম ভাড়া করা হয়েছে ৮ টাকা। এ ছাড়া সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হবে। তবে কোন যাত্রীকে সিএনজি চালিত পরিবহনে বাড়তি ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। বিষয়টি তদারকি করার জন্য বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট, ট্রাফিক পুলিশসহ স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি।
তবে চট্টগ্রাম নগরে এখনো ভাড়ার নতুন তালিকা দেওয়া হয়নি বলেও জানান এই পরিবহন নেতা।
অন্যদিকে বাসের কন্ডাক্টরের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় অনেক যাত্রীকে। কেউ বলছেন, ৫ টাকার ভাড়া ১০ টাকা দিব কেন? আবার কেউ যুক্তি দিয়ে বলছেন লালখান বাজার থেকে টাইগারপাস ও দেওয়ানহাট কেনো ৮ টাকা ভাড়া দিবো।
বাসের কন্ডাক্টরও উল্টো কর্কশ কণ্ঠে বলছেন, উঠানামার দূরত্ব যতটুকু হোক ৮ টাকা ভাড়া দিতে হবে। কেন দিতে হবে তা মালিক সমিতির কাছ থেকে জেনে নেন।
এদিকে নগরে বেশ কয়েকটি রোডে চলাচল করা সিএনজি চালিত লেগুনা ও সিএনজি অটোরিক্সা এবং টমটমেও অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। নগরীর দুই নাম্বার থেকে বায়েজিদ রোডে চলাচল করা সব গাড়িতে ৫ টাকার পরিবর্তে ৭/৮ টাকা ভাড়া আদায় করছে।
এসএএস/এমআই